শীর্ষবিন্দু নিউজ: আস্থা হারিয়ে ফেললে জনগণ যে কোন দুর্গই ভেঙে ফেলতে পারে। জনগণের কাছে দুর্ভেদ্য দুর্গ বলতে কিছু নেই। গাজীপুরে জনগণ আমাদের ভোট দেয়নি তাই হেরেছি। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থীর পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের কাজে লাগাতে চাই। জনগণ কি কারণে ভোট দেয়নি তা অনুসন্ধান ও বিচার-বিশ্লেষণ করে আগামী সময়ে তার সংশোধন করা হবে। নব্বইয়ের গণআন্দোলেন পর ক্ষমতার রাজনীতির বারবার পালাবদলে অভিন্ন দৃশ্যপট লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে ক্ষমতাসীন দলের প্রতি ক্ষুব্ধ ও বঞ্চিত হয়ে জনগণ বারবার নেতিবাচক ভোট দিচ্ছে। এ ভোটগুলো পজিটিভ করার ব্যপারে সবাইকে ভাবতে হবে। নিগেটিভ ভোট গণতন্ত্রের দুর্বলতা বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতারা ওই এলাকাকে দ্বিতীয় গোপালগঞ্জ, আওয়ামী লীগের দুর্গ বলে উল্লেখ করেন। গাজীপুরের এই ফল আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি ছিল স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। তবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের কাজে লাগাতে চাই।
তিনি বলেন, গত চার মাসের তুলনায় আগামী ৪ মাসে ভিন্ন চিত্র থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত মাতাল হাওয়া বইতে থাকবে। এ হাওয়া কোন দিকে যাবে তা বলা যাবে না। আগামী নির্বাচনের আগে জনগণকে ‘খুশি’ করতে যা করা প্রয়োজন তার সবই করা হবে বলেও তিনি জানান। গাজীপুরে প্রার্থী বাছাইয়ে ভুল ছিল কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ভুল ছিল কিনা তা পার্টিতে তদন্ত হবে। আমরা ভুল সংশোধন করার প্রক্রিয়ায় আছি।
[youtube id=”em2UbhV-rrk” width=”600″ height=”350″]
Leave a Reply