সমকামী আইন পাশ হওয়ার পরই যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের হিড়িক লেগেছে। আইন পাশ হওয়ার প্রথম দিনই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন কয়েক’শ সমকামী। শুধু নারী সমকামী নয় পুরুষ সমকামীরাও বিয়ে করলেন।
বৃহস্পতিবার রাতে এ বিয়ের লাইসেন্স নিলেন সমকামীরা। সিয়াটল ও রাজ্যের রাজধানী অলিম্পিয়াতে রবিবার মধ্য রাতে বিয়ে শুরু হয়ে যায়। গত মাসের ছয় নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মেইল এবং মেরিল্যান্ড প্রথমবারের মত সমকামীদের বিয়ের বৈধতা করলেন। ভোটাররা ভোট দিয়ে বৈধতা দেন। সমকামীরা বলছেন আমরা এন রাজ্যে বাস করে গর্বিত। কারণ এ রাজ্য আমাদের ভালবাসাকে স্বীকৃতি দিয়েছে।
খবর স্কাই নিউজ ।
Leave a Reply