শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ভেনিজুয়েলার রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেননি এডওয়ার্ড স্নোডেন (৩০)। উইকিলিকস তাদের নিজস্ব টুইটার ফিডে এ তথ্য দিয়েছে। তবে যথাযথ সময়ে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও এতে জানানো হয়।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের এক আইনপ্রণেতা অ্যালেক্সেই পুশকভ এর আগে একটি টুইট বার্তায় লিখেছিলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাবটি গ্রহণ করেছেন স্নোডেন। অবশ্য, সে টুইটটি অল্প সময় পরই মুছে ফেলা হয়। তার প্রেক্ষিতে উইকিলিকস টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত শুক্রবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো স্নোডেনকে আশ্রয় দেয়ার প্রস্তাবটি জানিয়েছিলেন। সে সময় নিকারাগুয়া ও বলিভিয়াও একই প্রস্তাব দিয়েছিল।
Leave a Reply