জেরিন আহমেদ: ইন্টানেটের মাধ্যমে স্কাইপিতে বিচারপতি ও আইন বিশেষজ্ঞ বিচার প্রক্রিয়া নিয়ে তারা যে আলাপ করেছিলেন তার ১৭ ঘন্টা কথপোকথনের রেকর্ড ‘আমারদেশ’ পত্রিকায় প্রকাশ করা হয়। বিচারপতি নিজামুল ও হক আইন বিশেষজ্ঞ ফোনে যে কথাবার্তা খবরের পাতায় প্রকাশের পর প্রযুক্তি ব্যাবহার করে ইন্টারনেটের মাধ্যমে কল হ্যক করা এসব নিয়ে প্রশ্ন উঠে জনমনে। আর এধরনের যোগাযোগ ব্যবস্থা কতটুক নিরাপদ তা নিয়েও সন্দেহ জাগছে সবার মনে।
এসব বিষয় নিয়ে বিবিসি’র এক সাংবাদিক যোগাযোগ করেছিলেন পুলিশের সাইবার ক্রাইম তদšত্ম বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এর সঙ্গে। বাংলাদেশ পুলিশ সহকারী কমিশনার সাংবাদিককে বলেন, হাইটেকনিক্যাল প্রযুক্তি ছাড়া স্কাইপি হ্যাক করা কখনও সম্ভব নয়। আর এ রের্কডে উচ্চমানের টেকনিকেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এছাড়া আমরা যারা সাইবার ক্রাইম বিভাগে কাজ করি তদšেত্মর সার্থে অনেক সময় এস্কাইপি বা উচ্চমানের টেকনিকেল ব্যবহার করে থাকি। কিন্তু সাধারন মানুষ বা যে কেউ এ স্কাইপি বা আড়ি পেতে শোনার ক্ষমতা নেই। এই ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলছে। তারপরও আমরা সাইবার ক্রাইম এখন অনেকটা নিয়ত্রনে এনেছি।
Leave a Reply