দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অসহায়ত্ব প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
নুরুল কোরআন বালিকা মাদ্রাসার হিফজুল কোরআন সমাপনী ছাত্রীদের সনদ বিতরণ উপলক্ষে একটি স্থানীয় হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা মুসলিম। আমাদের ধর্ম ইসলাম। আল্লাহর প্রিয় ধর্ম ইসলাম। সেই ধর্মকে অবমাননা করলে কী ফল হয় তা আপনারা দেখেছেন।”
“যখন সংবিধান সংশোধন হল তখন আমি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করেছিলাম- সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা বাদ দিলেন কেন? তারা উত্তর দিলেন- রাষ্ট্রধর্ম ইসলাম তো বহাল আছে, আপনি জানেন এটা বহাল রাখতে আমাদের কত কাঠখড় পোড়াতে হয়েছে?”
মহাজোটের এই শরিক দলের প্রধান বলেন, “অসহায় লাগে! দেশের কী অবস্থা! আমরা কোথায় চলে গেছি! দেশকে এই অবস্থা থেকে উদ্ধার করবে কে? এই দায়িত্ব তোমাদের নিতে হবে।”
‘নাস্তিক’ ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকার দেরি করেছে উল্লেখ করে তিনি বলেন, “আমি বারবার বলেছি, ব্লগারদের শাস্তি দিন।নইলে বিপদে পড়বেন। তখন তারা আমার কথা শোনেননি।”
গাজীপুরসহ পাঁচ সিটি কর্পোরেশনে মহাজোট সমর্থিত প্রার্থীদের পরাজয় থেকে সরকারকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন জাতীয় পার্টি প্রধান। ধর্ম নিয়ে ছিনিমিনি খেললে পরিণাম ভালো হয় না দাবি করে তিনি বলেন, “আল্লাহর করুণার চেয়ে বড় কিছু নেই। আল্লাহর কাছে দোয়া চাই, দেশের এই পরিস্থিতিতে আমাদের রক্ষা কর, দেশকে রক্ষা কর, দেশের মানুষকে রক্ষা কর। ইনশাল্লাহ তিনি আমাদের দোয়া কবুল করবেন।”
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন খান, এস এম ফয়সাল চিশতি প্রমুখ।
Leave a Reply