শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:২৯

ঝগড়ার জের ধরে ঢাকায় ফিরলেন সৌদিতে সদ্য নিয়োগকৃত এক কূটনীতিক

ঝগড়ার জের ধরে ঢাকায় ফিরলেন সৌদিতে সদ্য নিয়োগকৃত এক কূটনীতিক

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাকবিতণ্ডার জের ধরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ দূতাবাসে সদ্য নিয়োগ পাওয়া এক কূটনীতিককে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায়। একই মিশনে কর্মরত অপর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

সূত্রে মতে, জুলাইয়ের ১ তারিখের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তানভীর কবির ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক মো. জামাল উদ্দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কোনো কারণে একজন অপরজনের পরিচয়পত্র চাইলে দু’জনের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরমে পৌঁছায়। পরে তানভীর কবিরকে প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে আনা হয়। দুই কর্মকর্তার কেউ কাউকে চিনতেন না। এ ঘটনার পর থেকে জামাল উদ্দিনকেও দায়িত্ব থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, সৌদি বাদশার বিশেষ ঘোষণা অনুযায়ী ক্ষমা চলতে থাকায় বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি বৈধ হওয়ার কাগজপত্রের জন্য দূতাবাসে জড়ো হচ্ছেন। এমন সময় এই দুই কর্মকর্তা এরকম ঘটনা ঘটালেন। স্বাভাবিকভাবেই হাইকমিশনের সার্ভিস পেতে  এর প্রভাব পড়বে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024