শীর্ষবিন্দু নিউজ: মঙ্গলবার রাতভর সিলেট নগরীতে তান্ডব চালিয়েছে ইসলামী ছাত্র শিবির। শিবির কর্মীরা মোটরসাইকেল দিয়ে মহড়া দিয়ে তারা ব্যাপক বোমাবাজি করে। হামলা চালিয়ে ভাংচুর করেছে অন্তত ২৫টি যানবাহন ও ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর সহযোগী এ সংগঠনটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত সূত্র মতে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে ৪০-৫০ জন শিবিরকর্মী নগরীর জিন্দাবাজার থেকে মহড়া দিয়ে আম্বরখানা পর্যন্ত যায়। এ সময় তারা ২৫-৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং রাস্তায় দুইপাশের ২০-২৫টি দোকান ও ১৫-২০টি অটোরিকশা ও মাইক্রোবাস ভাঙচুর করে। রাত সোয়া ৮টার দিকে ১৫-২০টি মোটর সাইকেল নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিবির। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা ১৫-২০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
Leave a Reply