শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯

এমপি রনির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ইন্ডিপেন্ডেন্ট’র (ভিডিও)

এমপি রনির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ইন্ডিপেন্ডেন্ট’র (ভিডিও)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট’র  দুই সাংবাদিককে মারধরের ঘটনায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে টিভি কর্তৃপক্ষ।   শনিবার বিকেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী রনিসহ অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

হামলার শিকার ইমতিয়াজ মোমিন সনি জানান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক সাপ্তাহিক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’ টিম খবর পায় পটুয়াখালীর এক সরকারি কর্মকর্তা ঘুষের দুই কোটি টাকা নিয়ে সংসদ সদস্য রনির অফিসে আসবেন। তোপখানা রোডের মেহেরবা প্লাজায় তার ব্যবসায়িক অফিস। খবর পেয়ে তিনি ও ক্যামেরাম্যান বকুল ছুটে যান রনির অফিসে। সনি জানান, শনিবার বেলা পৌনে একটার দিকে তারা ওই অফিসে পৌঁছার কয়েক মিনিটের মধ্যেই রনি ইমতিয়াজের চুল টেনে ধরে মারধর শুরু করেন। এরই একপর্যায়ে ইমতিয়াজের হাতে থাকা ব্যুম কেড়ে নিয়ে সজোরে তার শরীরে আঘাত করেন রনি। ক্যামেরাম্যান মহসিন বকুল এই দৃশ্যধারণ করছিলেন। এ সময় টেলিভিশনের ক্যামেরা কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। এদিকে সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।

[youtube id=”l1Kgd3JaHSc” width=”600″ height=”350″]

[youtube id=”TjfS-rCMIs8″ width=”600″ height=”350″]

[youtube id=”Oy-08ufPSoI#at=13″ width=”600″ height=”350″]




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024