পপতারকা ব্রিটনি স্পিয়ার্স ২০১২ সালে আয় করেছেন সবচেয়ে বেশি । এ বছর নতুন কোন এ্যালবাম বের হয়নি ব্রিটনির। তারপরও এ বছর তার আয় হয়েছে প্রায় ৫৮ মিলিয়ন ডলার। এই আয়ের একটা বড় অংশ এসেছে আমেরিকার রিয়ালিটি শো দি এক্স ফ্যাক্টর এর বিচারক হিসেবে কাজ করে। এখানে ১৫ মিলিয়ন ডলার পান তিনি।
ব্রিটনি’র সর্বশেষ অ্যালবাম ছিল ‘ফেমি ফ্যাটালি’, যা ২০১১ সালে প্রকাশ হয়। অবশ ব্রিটনি এ অ্যালবামের প্রমোশনের জন্য একটি ভ্রমণে বের হন। ব্রিটনির পর এ তালিকায় অন্যান্য গায়িকার মধ্যে আছেন- রিহানা, লেডি গাগা এবং কেটি পেরি। তারা যথাক্রমে আয় করেছেন ৫৩, ৫৩ এবং ৪৫ মিলিয়ন ডলার।
এই তথ্য জানিয়েছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস ।
Leave a Reply