সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৮

সিলেট-১ আসনে মুহিত না কামরান? এ নিয়ে দ্বন্ধ চরমে

সিলেট-১ আসনে মুহিত না কামরান? এ নিয়ে দ্বন্ধ চরমে

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসনে আওয়ামীলীগের সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিলবোর্ড ছেড়াকে কেন্দ্র করে সদর উপজেলার শাহপরাণ এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। এতে মারাত্নক ভয়াবহ সংঘর্ষ সৃষ্টির সম্ভাবনা ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও প্রত্যাক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে প্রতিদ্বন্দিতা করছেন এমন খবরে সদর উপজেলার শাহপারান এলাকার কামরান সমর্থক এডভোকেট রঞ্জিত সরকার ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতাকর্মীরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সংবলিত কামরানের পক্ষে বিলবোর্ড দিয়ে ঐ এলাকা সাজালে বর্তমান সংসদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সমর্থীত স্বেচ্ছাসেবকলীগ নেতা সামাদ সহ নেতাকর্মীরা বিলবোর্ড ছিড়ে ফেলে। এ নিয়েগত বৃহস্পতিবার এই দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘঠে। এরই জের ধরে গত কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও চরম উত্তেজনায় ফুসে উঠেছে এলাকার উভয় পক্ষের নেতাকর্মীরা।

প্রসঙ্গত: বছর খানেক আগেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি সিলেট সার্কিট হাউজে অনুষ্ঠিত একটি সভায় নিজেকে সিলেট এক আসনের আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনা করেন। সদ্য পরাজিত সাবেক মেয়র কামরানও সিলেট-১ আসনে প্রতিদন্ধীতা করছেন এরকম খবর সিলেট লোকমুখে শোনা যাচ্ছে। পরাজিত হলেও এর দায়ভার কামরানের নয় বলে দলীয় প্রধান শেখ হাসিনা সিলেট-১ আসনে কামরানকে পচন্দের তালিকায় রেখেছেন্ বলে কামরান ভক্তদের দাবী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024