বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:২৭

লেনদেনে সূচক বেড়েছে ডিএসই ’র

লেনদেনে সূচক বেড়েছে ডিএসই ’র

আজ সোমবার  দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের লেনদেনের প্রথম দিন সূচক বেড়েছে ।  সকাল সাড়ে ১০টায়  লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৭৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৯ পয়েন্ট বেশি। এর মধ্যে দাম বাড়ে ২২২টি শেয়ারের, কমে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম। হাতবদল হয় প্রায় ২১৮ কোটি টাকার শেয়ার । গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।

লেনদেনের শীর্ষে  প্রধান ১০টি কোম্পানি হলো, এনবিএল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, যমুনা অয়েল, এক্সিম ব্যাংক, তিতাস গ্যাস, ইসলামি ব্যাংক, বিএসসিসিএল ও আরএন স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো-  প্রিমিয়ার লিজিং, এনবিএল, প্রিমিয়ার ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, আইএলএফএসএল, ইসলামি ফাইন্যান্স, পিএলএফএসএল, প্রগতি ইন্সুরেন্স ও এক্সিম ব্যাংক।

এদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মডার্ন ডাইয়িং, সাভার রিফ্রেক্টরিজ, জেমিনি সি ফুড, এনসিসি ব্যাংক মি. ফা.-১, রহিম টেক্স, ইস্টার্ন হাউজিং, আজিজ পাইপস, এবিবি ১ম মি. ফা., দুলামিয়া কটন ও রেকিট বেঙ্কাইজার।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024