শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩

ছুরিকাঘাতে ফের বাঙালী পাড়ায় খুন

ছুরিকাঘাতে ফের বাঙালী পাড়ায় খুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালী পাড়া খ্যাত টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীণ আন্ডারগ্রাউন্ডের পাশে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানায় লন্ডন মেট পুলিশ।

নিহত ব্যক্তি বয়স ৩১ বছর। তার বুকে ছুরিকাঘাত হয় বলে এম্বুলেন্স সার্ভিস জানিয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে ঘটনার খবর অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের পর নিহত ব্যক্তির আনুষ্ঠানিক পরিচিত প্রকাশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

একই সূত্র মতে, শুক্রবার রাতে ইয়র্ক হলে অনুষ্ঠিত বক্সিং ইভেন্টকে কেন্দ্র এই হত্যাকার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বক্সিং চলার সময় হলের ভেতরে দর্শকসাড়িতে দুটির গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়।

এরপরই বাইরে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটের দিকে আন্ডার গ্রাউন্ড স্টেশনের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের ধারণা, ওল্ডফোর্ড রোডের ইয়র্ক হলে শুক্রবার রাতে যে বক্সিং ইভেন্ট হয়েছে, নিহত ব্যক্তি হয় ওই বক্সিং ইভেন্ট দেখতে এসেছিলেন অথবা বক্সিং ইভেন্টের সূত্র ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

এ ঘটনার ব্যাপারে প্রতক্ষদর্শীদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে পুলিশ। এ ব্যাপারে কারো কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, এম্বুলেন্স এসে বেথনালগ্রীন আন্ডার গ্রাউন্ড স্টেশন পার হয়ে ক্যামব্রিজহিথ রোডের পেট্টল স্টেশন এবং ওল্ডফোর্ড রোড জংশনে ছুরিকাহাত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বলে মেট পুলিশ জানিয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বক্সিং ইভেন্ট অর্গানাইজারদের একজন জানিয়েছেন, হলের ভেতরে কৃষ্ণাঙ্গ দুটি গ্রুপের মধ্যে একজন মহিলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। বাইরে এসে ওই দুটি গ্রুপের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024