মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন: বাংলাদেশে পরিস্থিতির অবনতি

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন: বাংলাদেশে পরিস্থিতির অবনতি

নিউজ ডেস্ক: বাংলাদেশ, আফগানিস্তান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির, সিরিয়া, দক্ষিণ সুদান, মালি, আর্মেনিয়া ও তুরস্কে পরিস্থিতির অবনতি হয়েছে।

জুলাই মাসের ওপর প্রণীত এক রিপোর্টে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, এ মাসে এসব স্থানে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। তা সমাধানের উদ্যোগ ভেস্তে গেছে। রাজনৈতিক সঙ্কট যেন বিস্ফোরিত হয়ে তা আরও গভীর হয়েছে। মাসিক পর্যালোচনামুলক রিপোর্টে এসব দেশে গত মাসে যেসব ঘটনা ঘটেছে তা তুলে ধরে এ প্রতিবেদন দেয়া হয়েছে।

রাজনৈতিক, সামাজিক সহ সার্বিক বিষয়ের ওপর এ প্রতিবেদন করা হয়। এর নাম গ্লোবাল ওভারভিউ জুলাই ২০১৬।

এতে বাংলাদেশ অংশে বলা হয়েছে, ১লা জুলাই রাজধানী ঢাকায় একটি রেস্তোরাঁয় নৃশংস হামলা হয়েছে। এতে ২২ জন নিহত হয়েছেন। এর বেশির ভাগই বিদেশী। আইএস এর দায় স্বীকার করলেও সরকারি কর্মকর্তারা আঙুল তুলেছেন আল কায়েদা ইন দ্য ইন্ডিয়া সাব কন্টিনেন্ট (একিউআইএস) সম্পৃক্ত স্থানীয় সন্ত্রাসী সংগঠনগুলোর দিকে।

এর আগে ধর্মনিরপেক্ষ ব্লগার ও প্রকাশক হত্যার নেপথ্যে রয়েছে তারা। হামলার পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি কমেন্টারি প্রকাশ করে। তাতে বলা হয়, সরকারের প্রথম চ্যালেঞ্জ হলো স্থানীয়ভাবে বেড়ে ওঠা আইএস ও একিউআইএসকে মোকাবিলা করা। স্বচ্ছতা ও আইন প্রয়োগকারীদের পক্ষাতহীনতার মাধ্যমে সন্ত্রাস বিরোধী নীতি গ্রহণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024