সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৩০

ঈদের পরই আকসুর প্রতিবেদন

ঈদের পরই আকসুর প্রতিবেদন

 

 

 

 

 

 

 

 

 

গ্যালারী থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) কথিত দুর্নীতির তদন্ত প্রতিবেদন ঈদের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে হস্তান্তর করা হবে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু) এ প্রতিবেদন দাখিল করবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

শনিবার বিসিবি সভাপতি অফিসে নাজমুল হাসান বলেন,‘আগস্টের ৫ তারিখে আকসুর প্রতিবেদন শেষ হওয়ার কথা। আগস্টের ৮ বা ৯ তারিখে মধ্যে তার প্রতিবেদনটি দিতে চেয়েছিলো কিন্তু আমরা বলেছি ঈদের পর প্রতিবেদনটি দেয়া জন্য। ১১ বা ১২ তারিখের মধ্যে প্রতিবেদনটি আমাদের হাতে আসবে। স্পট ফিক্সিং কলেঙ্কারিতে এই প্রথম বিসিবি সরাসরি সহযোগিতা করেছে আইসিসিকে। যা অন্য কোন দেশ করেনি। এর আগে ৪ জুন এক সংবাদ ব্রিফিংয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আগামী পাঁচ-ছয় দিনের মধ্যেই আকসু আমাদের হাতে তদন্তের পূর্ণ প্রতিবেদন দেবে।

আকসু রিপোর্টে অন্য কারো নাম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,অন্য কারো নাম আছে কিনা তা আমার জানা নেই। তবে আইসিসি সব সময় বলেছে, শাস্তির ব্যাপারে নিরপেক্ষ থাকার জন্য। বিসিবির হাতে এ ব্যাপারে কোন কিছুই নেই। আমরা আকসুর কাজে সহায়তা করিয়েছে। শাস্তির ব্যাপারে আইসিসি যা বলবে আমরাও মেনে নিবো। কিন্তু এরপর আকসু কর্মকর্তারা আরো একবার ঢাকা সফর করে যান। এ সময় তারা ঢাকা গ্ল্যাডিয়েটরসের বেশ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর মধ্যে রয়েছেন- ঢাকা গ্ল্যাডিয়েটরসের কর্ণধার সেলিম চৌধুরীর ছেলে শিহাব চৌধুরী, চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদ সুজন, ঢাকা গ্ল্যাডিয়েটরসের খোলোয়াড় মোহাম্মদ আশরাফুল, মোশরারফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিন, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

মে মাসে মোহাম্মদ আশরাফুল বিপিএলে ম্যাচ পাতানোর স্বীকারোক্তির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে জড়িয়ে পড়ার কথা জানান ঢাকায় আসা আকসুর প্রতিনিধিদলের কাছে। জানা যায় স্বীকারোক্তিতে জাতীয় দলের একাধিক ক্রিকেটারের নামও নাকি বলেছিলেন আশরাফুল। ধারণা করা হচ্ছে, সে বিষয়ে নিশ্চিত হয়েই প্রতিবেদন দিতে চায় আকসু। যেমন, বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটারও অংশ নিয়েছেন এবং তাদের কারো কারো নাম আছে সন্দেহভাজনদের তালিকায়। চূড়ান্ত প্রতিবেদন তৈরির আগে সবার সঙ্গেই কথা বলতে চায় আকসু। এ জন্য তারা আগস্ট মাসে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টে টোয়েন্টি-২০১৪-র ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে আসবেন। এ সময় বিসিবি সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তবে প্রতিনিধি দল কবে বাংলাদেশ পরিদর্শনে আসবে, তা জানা যায়নি।

র‌্যবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান,  র‌্যাব তথ্য দিয়ে তাদের সহায়তা করে। দেশের স্বার্থেই আকসুর সঙ্গে কাজ করতে বিসিবির অনুরোধে তারা রাজি হয়েছেন। আকসু প্রতিবেদন জমা দেওয়ার পর বিসিবি চাইলে আবারও তদন্ত করবেন তারা।

প্রসঙ্গত: গত বিপিএলের দুটি ম্যাচ পাতানো ছিল বলে সন্দেহ করছে আকসু। এর মধ্যে একটি হলো, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটরস বনাম চিটাগাং কিংসের ম্যাচটি এবং অন্যটি ১২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও বরিশাল বার্নার্সের লড়াই। দুটি ম্যাচেই ঢাকার অধিনায়কত্ব করেন মোহাম্মদ আশরাফুল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024