শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী সপ্তাহেই ক্রিমিয়াতে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের একটি মহড়া আয়োজনেরও ঘোষণা দিয়েছে রাশিয়া। এ প্রস্তুতি হিসেবে ক্রিমিয়ায় শক্তিশালী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।
রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ার করে বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে কিয়েভের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদে বাধ্য হবে মস্কো। তবে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
গত মাসেই এস ফোর হান্ড্রেড মডেলের ক্ষেপণাস্ত্রগুলো ক্রিমিয়ার জন্য বরাদ্দ দেয় মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন একদল ষড়যন্ত্রকারীকে ক্রিমিয়ায় পাঠানোর চেষ্টা করেছিল, যা রুশ সেনা ও গোয়েন্দারা ব্যর্থ করে দেয়।
সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ায় একটি ষড়যন্ত্র মিশন পরিচালনার অভিযোগ আনার পর এই মহড়ার ঘোষণা এলো।