শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫০

ওমরাহ পালনে সৌদি পৌঁছেছেন খালেদা লন্ডন থেকে স্বপরিবারে তারেকও যাচ্ছেন

ওমরাহ পালনে সৌদি পৌঁছেছেন খালেদা লন্ডন থেকে স্বপরিবারে তারেকও যাচ্ছেন

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এরই মধ্যে মায়ের সাথে দেখা করতে এবং পবিত্র ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন স্বপরিবারে তারেক রহমান। তবে তারেকের যাত্রার তারিখ জানা যায়নি।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা দিয়ে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছেন। বিএনপি চেয়াপার্সনের সফর সঙ্গী হিসেবে রয়েছেন- তার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী ও দুই সন্তান, সহকারী ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের সৌদি আরব বিষয়ক বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও অন্য একটি বিমানে মদিনা যাচ্ছেন বলে জানা যায়।

মদিনা বিএনপি সূত্রে জানা যায়, সৌদি বাদশাহ আব্দুল্লাহর আমন্ত্রণে সৌদি আরবে গেছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন সৌদি বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে আতিথ্য গ্রহণ করেছেন। সেখানে তিনি ওমরাহ পালন করবেন। সূত্র মতে, লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানেরও স্ত্রী ও কন্যাসহ ওমরা হজে যোগ দেওয়ার কথা রয়েছে। সৌদি বাদশাহর একটি ইফতার পার্টিতেও খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে সৌদি প্রবাসীদের ইফতার পার্টিতে যোগদানের কর্মসূচি রয়েছে বিএনপি চেয়ারপার্সনের।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024