শীর্ষবিন্দু নিউজ: মারা গেছেন বিখ্যাত হ্যাকার বার্নাবি জ্যাক। হ্যাকার গ্রুপের নিরাপত্তা সম্মেলনে মেডিক্যাল ডিভাইসের দুর্বলতা সম্পর্কে জানানোর আগেই মারা গেলেন বিখ্যাত এ হ্যাকার। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার স্যান ফান্সিসকোতে মারা যান ৩৫ বছর বয়সী জ্যাক।
শহরটির স্বাস্থ্য বিভাগ সংবাদ সংস্থা রয়টার্সকে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। আগামী সপ্তাহে লাস ভেগাসে ব্ল্যাক হ্যাটের হ্যাকার গ্রুপের নিরাপত্তা সম্মেলনে মেডিক্যাল ডিভাইসের দুর্বলতা সম্পর্কে জানানোর কথা ছিল জ্যাকের। ৩০ ফিট দূরত্বে থেকেই মানুষকে হত্যা করতে পারবে এমন প্রযুক্তির কথা বলেছিলেন তিনি।
জ্যাক আইওঅ্যাকটিভ নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের এমবেডেড ডিভাইস বিভাগের একজন পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি জ্যাকের মৃত্যু বিষয়ে একটি বিবৃতি তৈরি করছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি টুইট করেছে, “আমরা কখনও আমাদের এই প্রিয় জলদস্যুকে ভুলব না।”
Leave a Reply