শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত মাসে নিজের নির্বাচনী প্রচারণার খরচ দ্বিগুণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও তার নির্বাচনী প্রচারণার এই খরচ প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একই খরচের তুলনায় অর্ধেকেরও কম। নির্বাচনী প্রচারণার নতুন আর্থিক নথিতে এ তথ্য পাওয়া গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, নির্বাচনী প্রচারণার আর্থিক খরচের নতুন নথির হিসাব অনুযায়ী জুলাই মাসে নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প খরচ করেছিলেন প্রায় ১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির নির্বাচনী প্রচারণার খরচ ছিল ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
গত কয়েক সপ্তাহেই ধনকুবের ট্রাম্প তার প্রচারণা তহবিলে জমা করেছেন ২০ লাখ ডলার। সব মিলিয়ে গেল জুলাই মাসের জন্য ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার।
এদিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এ সময়ে হিলারির নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৫ কোটি ২০ লাখ ডলার। এমন চিত্র ট্রাম্পের জন্য খানিকটা হতাশার।
তবে নিজের নির্বাচনী প্রচারণার খরচ ক্রমেই বাড়ানোর চেষ্টা করছেন তিনি। প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনও প্রচার শুরু করেছেন এ সপ্তাহেই। এর জন্য খরচ বরাদ্দ করেছেন ৫০ লাখ ডলার।
আর এ ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন হিলারি। তার টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে আরো অনেক আগেই। সেক্ষেত্রে প্রচারণার খরচে হিলারিকে ধরতে চাইলে ট্রাম্পকে আরো অনেকখানি পথ পাড়ি দিতে হবে।