মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫

ট্রাম্পের প্রচারণার খরচ হিলারির অর্ধেক

ট্রাম্পের প্রচারণার খরচ হিলারির অর্ধেক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত মাসে নিজের নির্বাচনী প্রচারণার খরচ দ্বিগুণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরও তার নির্বাচনী প্রচারণার এই খরচ প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একই খরচের তুলনায় অর্ধেকেরও কম। নির্বাচনী প্রচারণার নতুন আর্থিক নথিতে এ তথ্য পাওয়া গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

খবরে বলা হয়, নির্বাচনী প্রচারণার আর্থিক খরচের নতুন নথির হিসাব অনুযায়ী জুলাই মাসে নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প খরচ করেছিলেন প্রায় ১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির নির্বাচনী প্রচারণার খরচ ছিল ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

গত কয়েক সপ্তাহেই ধনকুবের ট্রাম্প তার প্রচারণা তহবিলে জমা করেছেন ২০ লাখ ডলার। সব মিলিয়ে গেল জুলাই মাসের জন্য ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার।

এদিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এ সময়ে হিলারির নির্বাচনী তহবিলে জমা পড়েছে ৫ কোটি ২০ লাখ ডলার। এমন চিত্র ট্রাম্পের জন্য খানিকটা হতাশার।

তবে নিজের নির্বাচনী প্রচারণার খরচ ক্রমেই বাড়ানোর চেষ্টা করছেন তিনি। প্রথমবারের মতো টেলিভিশন বিজ্ঞাপনও প্রচার শুরু করেছেন এ সপ্তাহেই। এর জন্য খরচ বরাদ্দ করেছেন ৫০ লাখ ডলার।

আর এ ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন হিলারি। তার টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে আরো অনেক আগেই। সেক্ষেত্রে প্রচারণার খরচে হিলারিকে ধরতে চাইলে ট্রাম্পকে আরো অনেকখানি পথ পাড়ি দিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024