বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০১

সাবমেরিনের ২২ হাজার পৃষ্ঠার গোপন নথি ফাঁস হওয়ায় বিপাকে ভারত

সাবমেরিনের ২২ হাজার পৃষ্ঠার গোপন নথি ফাঁস হওয়ায় বিপাকে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের নৌবাহিনীর ২২ হাজার ৪ শ পৃষ্ঠার গোপন নথি ফাঁস হয়ে গেছে। ‘রেসট্রিকটেড স্করপিন ইন্ডিয়া’ নামের ওই নথিতে সাবমেরিন-সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ছিল।

ডিসিএনএস নামের এক ফরাসি কম্পানি ভারতের জন্য ৬টি স্করপিন-ক্লাস সাবমেরিন তৈরি করছিল। সে-সংক্রান্ত ২২ হাজারেরও বেশি পৃষ্ঠার নথি ফাঁস হয়েছে এক অস্ট্রেলিয়ান সংবাদপত্রে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রজেক্ট ৭৫ নামের এক প্রকল্পের আওতায় ফরাসি কম্পানি ডিসিএনএস-এর সহযোগিতায় ৬টি স্করপিন-মানের সাবমেরিন তৈরি করছে ভারত। এ নিয়ে ২০০৫ সালে ওই ফরাসি কম্পানির সঙ্গে ভারতের সাড়ে ৩ বিলিয়ন ডলারের চুক্তি হয়। মুম্বাইয়ের মাজাগাঁও ডকস লিমিটেড ডিডিসিএনএস এর হয়ে ভারতে সাবমেরিনগুলো নির্মাণের কাজে নিয়োজিত রয়েছে।

স্করপিনের ওইসব তথ্য লেখা হয়েছিল ফ্রান্সে। আগামী কয়েক দশকের জন্য এই স্করপিন সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। দ্য অস্ট্রেলিয়ান-এর খবরে দাবি করা হচ্ছে, এই নথিগুলো তৃতীয় পক্ষের কেউ ফাঁস করে আরেকটি ফরাসি কম্পানিকে পাঠিয়েছিল। ভারত বলছে, তাদের কাছে থেকে এই নথি ফাঁস হয়নি।

ফাঁস হওয়া নথিতে ওই সাবমেরিনগুলোর বিস্তারিত রয়েছে। এগুলোর সক্ষমতা কেমন, এগুলো সমন্বিতভাবে কী করে কাজ করবে তার সবকিছু বলা ছিল নথিগুলোতে।

নথির ৪৪৫৭ পাতায় ছিল যুদ্ধজাহাজের পানির তলার সেন্সর সম্পর্কে তথ্য, ৪২০৯ পাতায় ছিল পানির ওপরের সেন্সর সম্পর্কিত তথ্য, ৪৩০১ পাতায় ছিল কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত তথ্য এবং ৪৯৩ পাতায় টর্পেডো লঞ্চ-সংক্রান্ত তথ্য ছিল।

এছাড়া ৬৮৪১ পাতাজুড়ে এই তথ্য ফাঁসের কোনো সুযোগ নেই। ছিল যুদ্ধজাহাজের যোগাযোগ ব্যবস্থা ও ২১৩৮ পাতাজুড়ে নেভিগেশন সিস্টেমের বর্ণনা ছিল।

নৌসেনার যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সাবমেরিনের। বিশ্বের অন্যতম প্রতিরক্ষা প্রকল্পের অংশ হিসেবে ৩ শ কোটি ডলার খরচে ভারত এই সাবমেরিন তৈরি করছিল। যা শত্রুপক্ষকে জবাব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর কৌশল অন্যের হাতে চলে যাওয়া সেনাবাহিনীর কাছে দুঃস্বপ্নের মতো।

সাবমেরিনটির কোনখানে বসে কথা বললে, শত্রুপক্ষ খবর পাবে না, সেই তথ্য ফাঁস হয়েছে বলেও মনে করা হচ্ছে। তাই চিন্তায় পড়েছেন নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই নথি ফাঁস সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানিয়েছেন, হ্যাক করে ফাঁস করা হয়েছে ওই তথ্য।

এদিকে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে অস্ট্রেলিয়ার ১২টি সাবমেরিন নকশা তৈরির উদ্দেশ্যে ডিসিএনএস নামের কম্পানিটির সঙ্গে সম্পন্ন হওয়া চুক্তির যোগাযোগ থাকতে পারে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ১২টি সাবমেরিন নকশা নির্মাণের চুক্তি পেয়েছে ওই ফরাসি সংস্থা।

সাবমেরিনের পানির নিচের সেন্সর, পানির ওপরের সেন্সর, যুদ্ধ ব্যবস্থাপনার সিস্টেম, টর্পেডো লঞ্চ সিস্টেম এবং তার কৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন সিস্টেম সবকিছুরই নির্মাণের দায়িত্বে ওই ফরাসি সংস্থার। সেখান থেকেই তথ্য ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024