শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির মেকলেনবার্গ-ওয়েস্ট পোমেরানিয়ার ভোটকে দেখা হচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে।
বলা হচ্ছে, তিনি অভিবাসী ও শরণার্থী বিষয়ে যে নীতি নিয়েছেন তার একটি পরীক্ষা হচ্ছে এই নির্বাচন। ধারণা করা হচ্ছে সেখানে অভিবাসী বিরোধী ও মুসলিম বিরোধী অলটারনেটিভ ফুয়ের ডয়েচল্যান্ড (এএফডি) বেশি ভোট পেতে পারে।
যদি তাই হয় তাহলে আগামী বছর জাতীয় নির্বাচনে অ্যাঙ্গেলা মারকেলের অবস্থান দুর্বল হয়ে যেতে পারে।
অন্যদিকে যদি মেকলেনবার্গ ওয়েস্ট পোমেরানিয়ার ভোটে যদি এএফডি বিজয়ী হয় তাহলে স্থানীয় সরকার গঠনে তাদের সঙ্গে জোট করবে না অন্যান্য দল। এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্য দলগুলো। ফলে সেখানে এএফডির সরকার গঠনের কোন সুযোগ নেই।