শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫

কেলেঙ্কারির দায়ে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন কিথ ভাজ এমপি

কেলেঙ্কারির দায়ে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন কিথ ভাজ এমপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ডেইলি মিরর পত্রিকায় যৌন কলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর মঙ্গলবার বিকেলে কমিটির সদস্যদের সাথে তার দেখা করার কথা ছিল। কিন্তু এর আগে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিথ ভাজ এমপি।

শিয়ার কমিউনিটিতে ব্যাপক সম্মানিত ব্যাক্তি কিথ ভাজ এমপি বিগত ৯ বছর যাবত এই কমিটির চেয়্যারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই যৌন কেলেঙ্কারি পর প্রধানমন্ত্রী থেরেসা মে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে বিশ্বাসযোগ্য আচরণ ও কার্যক্রম আশা করে। জনগণকে হতাশ করে এমন কাজ করা কোনোভাবেই উচিত নয়।

তবে খোদ কিথ ভাজ এমপি এক বিবৃতিতে তিনি বলেন, জবাব দিহিতা নিশ্চিত করতেই পদত্যাগ করছি। আমি গত নয় বছর যাবত এই কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করতে পেরে গর্বিত। তিনি বলেন আমি দীর্ঘ ৯ বছরে ১২০টি রিপোর্ট প্রকাশ করেছি, মন্ত্রীদের কাছ থেকে ১১৩ বার বক্তব্য শুনেছি এবং ১৩৭৯ স্বাক্ষীর বক্তব্য শুনেছি। আমি খুব খুশি আমার সমানে দিয়ে অনেকেই উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং মন্ত্রী হয়েছেন।

এটি আমার একক সিদ্ধান্ত। সাম্প্রতিক ঘটনা আমার পরিবারের উপর প্রভাব ফেলেছে। তিনি তার সহকর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় দু:খ প্রকাশ করে বলেছেন এটি অসম্ভব এর পর আমি এই পদে থাকা।

কিথ ভাজ প্রায় ২৯ বছর ধরে লেবার দলের এমপি। প্রভাবশালী এই রাজনীতিক প্রায় দীর্ঘদিন বছর ধরে হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি ব্রিটেনের পতিতাবৃত্তি এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন নীতি বাস্তবায়নের বিষয়টি নজরদারি করেছেন।

এদিকে লেবার দলের প্রভাবশালী এমপি কীথ ভাজের যে কান্ড প্রকাশিত হয়েছে তা রীতিমত হতবাক করেছে সকলকে। দুই সন্তানের জনক কীথ ভাজ নাকি পুরুষ যৌনকর্মী ভাড়া করেছিলেন। দুই পুরুষ যৌনকর্মীর সাথে ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিকের যৌনমিলনের গোপন খবর সবিস্তারে ফাঁস করে দিয়েছে ইংরেজি দৈনিক ডেইলি মিরর।

এই কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর কিথ ভাজ হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি সংবাদকর্মীদের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন দাবি করে বলেছেন, বিষয়টি তিনি তাঁর আইনজীবিকে জানিয়েছেন। তাঁরা এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করে তাকে পরামর্শ দেবেন।

৫৯ বছর বয়সী কিথ ভাজ নিজেও একজন আইনজীবী। তাঁর স্ত্রী মারিয়া ফারনান্দেজও একজন ব্যারিস্টার। এই দম্পতির দুই সন্তান রয়েছে। কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয়, একজন পিতা এবং স্বামী হওয়ার কারণেও কিথ ভাজের এই কান্ডে বিস্মিত-বিব্রত হয়েছেন তাঁর সহকর্মী, সমর্থক এবং ঘনিষ্ঠজনরা।

তাঁকে ফাঁদে ফেলা হয়েছে দাবি করে কিথ ভাজ এক বিবৃতিতে বলেন, নিশ্চিতভাবেই একটি জাতীয় দৈনিক এসব কাজ করার জন্য লোকজনকে অর্থ দিয়েছে, যা খুবই বিরক্তিকর। আমি আমার আইনজীবী মার্ক স্টিফেন্সকে বিষয়টি সম্পর্কে অবহিত করেছি। তিনি যতেœর সঙ্গে বিষয়টি দেখবেন এবং আন্তরিকভাব আমার করণীয় সম্পর্কে পরামর্শ দেবেন।

প্রকাশিত ঘটনার ফলে কারও মনে কষ্ট দেয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিশেষ করে তিনি তাঁর স্ত্রী-সন্তানদের কাছে ক্ষমাপ্রার্থী।

ব্রিটেনের সবচেয়ে সিনিয়র এশিয়ান এমপি হিসেবে সংখ্যালঘূ কমিউনিটিগুলোতে তার আলাদা একটা গুরুত্ব ছিলো। ইস্ট লেস্টার আসনের লেবার দলীয় এই রাজনীতিক বাংলাদেশি কমিউনিটির একজন ঘনিষ্ঠজন হিশেবেও পরিচিত।

বাংলাদেশিদের আয়োজিত অনুষ্ঠানগুলোতে তাঁর সরব উপস্থিতি সব সময় দেখা যায়। এছাড়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে এলে তাঁকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানগুলোতেও কিথ ভাজ একজন নিয়মিত অতিথি।

মিররের প্রতিবেদনে বলা হয়, গত ২৭ আগস্ট কিথ ভাজ ভাড়া করা দুই পুরুষ যৌনকর্মীকে তাঁর নর্থ লন্ডনের অ্যাজওয়ারস্থ ফ্ল্যাটে আসতে বলেন। ওই দুই যৌনকর্মী পোলিশ বলে ধারণা করা হচ্ছে। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে কিথ ভাজ দুই যৌনকর্মীকে রাত ১১টায় আসতে বলেন। তাদের এও বলেন যে, তারা যেন আসার সময় যৌন উত্তেজনাবর্ধক পোপার (পার্টি ড্রাগ) নিয়ে আসে। পোপার অবশ্য কোনো বেআইনি বস্তু নয়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপীয় ওই দুই যৌনকর্মী রাত সাড়ে এগারোটায় কিথ ভাজের ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই রাতে পুরুষ পতিতাদের সাথে কিথ ভাজের যেসব কথা হয়েছে সেসবেরও অডিও রেকর্ড প্রকাশ করে দিয়েছে সানডে মিরর। যৌনকর্মীদের সাথে মোবাইলে ক্ষুদে বার্তা আদান-প্রদানের স্ক্রিন শটও প্রকাশ করেছে মিরর।

প্রতিবেদনে বলা হয়, দুই যৌনকর্মী কিথ ভাজকে জানান যে, আরও একজন রোমানিয়ান পুরুষ আসার কথা রয়েছে। তখন এক পর্যায়ে নিষিদ্ধ মাদক কোকেন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। দুই কর্মী জানায় যে, ওই রোমানিয়ান যৌন মিলনের সময় কোকেন গ্রহণ করে।

কিথ ভাজ তখন বলেন, ওকে বল কোকেন নিয়ে আসতে, আমি বিল পরিশোধ করে দেব। কিন্তু কিথ নিজে কোকেন গ্রহণ করবেন। এমনটি ইঙ্গিত করেননি। প্রতিবেদনে বলা হয়, শেষ পর্যন্ত ওই রোমানিয়ান যৌনকর্মী ওই রাতে আসেনি।

তখন কিথ ভাজ পুরুষ সমকামীদের অ্যাপ গ্রিনডরে যৌনকর্মীদের প্রোফাইল দেখতে থাকেন এবং একজনকে পছন্দ করে বলেন, ওকে খুঁজে বের করতে।

প্রতিবেদনে বলা হয়, কিথ ভাজ দুই যৌনকর্মীদের একজনকে ৭৫ পাউন্ড এবং অপরজনকে ৪০ পাউন্ড নগদ দিয়েছেন। এদের একজনকে তাঁর গাড়িতেও পাঠিয়েছেন। গাড়ি থেকে হুইস্কি নিয়ে আসতে।

প্রতিবেদনে বলা হয়, ওই রাতে যৌনকর্মীদের কাছে কিথ ভাজ নিজের পরিচয় দিয়েছেন জিম নামে। বলেছিলেন, তিনি ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন (শিল্পকারখানায় ব্যবহৃত কাপড় ধোয়ার বড় মেশিন) সরবরাহের ব্যবসা করেন। তবে দুই যৌনকর্মীর একজন মিররকে জানিয়েছেন, কিথ ভাজকে একজন পরিচিত রাজনীতিক হিসেবে তিনি চিনতে পেরেছিলেন। কারণ তিনি টিভিতে তাকে দেখেছেন।

প্রথমবার ৫ আগস্ট এবং দ্বিতীয়বার ২৩ আগস্ট অর্থ জমা দেওয়া হয়। কিথ ভাজের মোবাইলে অ্যাকাউন্ট ডিটেইলস এলে তিনি তাঁর নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা সিলভার স্টারর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে দিয়ে ওই টাকা জমা দেওয়াতেন। কিন্তু দাতব্য সংস্থার ওই কর্মী জানতেন না ওই অ্যাকাউন্টে কিথ ভাজের অর্থ প্রেরণের আসল রহস্য।

নিজে ডায়বেটিসে আক্রান্ত হওয়ার পর ছয় বছর আগে ডায়াবেটিস রোগীদের জন্য দাতব্য সংস্থা সিলভার স্টার প্রতিষ্ঠা করেন ভাজ।

এদিকে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের কাছে যৌনতাপূর্ণ বার্তা পাঠিয়ে লেবার দল থেকে বহিষ্কার হওয়া সায়মন ডানস্যুক এমপি এক টুইট বার্তায় কিথ ভাজের প্রতি তাঁর সমর্থন জানিয়ে বলেছেন, কিথ ভাজ বেআইনী কিছু করেননি।

কিথ ভাজের এই কাণ্ডের পর তাঁকে দল থেকে সরিয়ে দেয়া হবে কি-না- এমনটি জানতে চাওয়া হলে লেবার নেতা জেরিমি করবিন বলেন, যে ঘটনা প্রকাশিত হয়েছে সেটি কিথ ভাজের একান্ত ব্যক্তিগত বিষয়। এতে কোনো আইনভঙ্গ কিংবা অপরাধ সংগঠিত হয়েছে বলে কিছু নেই। কিথ ভাজ নিশ্চয়ই হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির কাছে নিজের অবস্থান তুলে ধরবেন আশা করে করবিন বলেন, তিনি শিগগিরই বিষয়টি নিয়ে কিথ ভাজের সাথে কথা বলবেন।

উল্লেখ, গত রোববার (৪ সেপ্টেম্বর) মিরর কিথ ভাজের বিকৃত যৌনজীবনের ঘটনা নিয়ে প্রধান শিরোনাম করেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৭ আগস্টের আগেও একবার কিথ ভাজ একইভাবে পুরুষ যৌনকর্মী ভাড়া করে রাত যাপন করেছেন। খবরের প্রমাণ হিসেবে সানডে মিরর প্রতিবেদনের সঙ্গে একটি ব্যাংক স্টেইটমেন্টের ছবিও জুড়ে দেয়। স্টেইটমেন্টে দেখা যায়, একটি অ্যাকাউন্টে দুইবার দেড়শ’ পাউন্ড করে মোট তিনশ’ পাউন্ড জমা দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024