শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লেবার লিডার নির্বাচনের সর্বশেষ জরিপে বর্তমান লিডার জেরেমি করবিন তার একমাত্র প্রতিদ্বন্ধী ওয়েন স্মিথের চেয়ে এগিয়ে রয়েছেন।
এদিকে লেবার পার্টির লিডারসীপ নির্বাচনে যদি জেরেমি করবিন বিজয়ী হন তাহলে ছায়ামন্ত্রী থেকে পদত্যাগী ১৪ এমপি আবারো ফ্রন্ট বেঞ্চে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির কনফারেন্স অনুষ্ঠিত হবে। এদিন লিডারসীপ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
লেবার পার্টির ১৭২ জন এমপি করবিনের নেতৃত্ব প্রতি অনাস্থা প্রকাশ জানালেও ৪০জন এমপি তার পক্ষে থাকেন। ফলে এক বছরের মাথায় আবারো লেবার পার্টির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার বিপক্ষে প্রার্থীহন তার গঠিত ছায়ামন্ত্রী ওয়েন স্মীথ।
গত ২৩ জুনের রেফারেন্ডামে পরাজিত হওয়ার পর করবিনের নেতৃত্বের প্রতি অনিহা প্রকাশ করে পার্টির ছায়ামন্ত্রী পরিষদ থেকে ২০জন এমপি পদত্যাগ করেন। এর মধ্যে একজনকে করবিন পদচ্যুত করেছিলেন।