প্রযুক্তি আকাশ নিউজ ডেস্ক: অপব্যবহার রোধে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে নিয়মে সংশোধন এনেছে টুইটার। টুইটারে হত্যা এবং ধর্ষণের হুমকিমূলক মন্তব্য পোস্ট করার পরেই এমন পদক্ষেপ নিল টুইটার কর্তৃপক্ষ।
এ মাইক্রো ব্লগের অপব্যবহারে ৮ জনের বিরুদ্ধে তদন্ত তদন্ত চালাচ্ছে ব্রিটিশ পুলিশের বিশেষ শাখা স্কটল্যান্ড ইয়ার্ড। এ সপ্তাহের শুরুতে তিন নারী সাংবাদিক জানিয়েছেন, টুইটারে তাদের ওপর বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।
এছাড়াও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি স্টিলা ক্রেজি ও নারী আন্দোলনকর্মী ক্যারোলিন ক্রিয়াদো-পেরেজকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। যুক্তরাজ্যের ব্যাংকনোটে নারীদের ছবি প্রকাশের জন্য আন্দোলন চালিয়ে সফল হন ক্যারোলিনা ক্রিয়াদো। টুইটারের ইউকে শাখার মহাব্যবস্থাপক টনি ওয়াং এবং ট্রাস্ট ও সেফটি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডেল হার্ভে জানান, ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে নিয়মে সংশোধন আনা হয়েছে। ব্যবহারকারীরা যেন টুইটারকে নিরাপদ মনে করে সেটি নিশ্চিত করতে চায় টুইটার কর্তৃপক্ষ।
তারা বলেন, আমাদের ব্যবহারকারীদের জন্য টুইটারকে এটি নিরাপদ স্থান করতে আমরা প্রতিশ্রুতবদ্ধ। অপব্যবহারের অভিযোগ দেখভাল করতে অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়েছে টুইটার। ধর্ষণের হুমকি দেয়ার সঙ্গে জড়িত সন্দেহ এরই মধ্যে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। অন্যান্য হুমকির বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply