শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিদ্রুপাত্মক ম্যাগাজিন শার্লি এবডোতে হামলার প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে ইরাকি এক শরণার্থীকে বহিষ্কার করতে পারে ডেনমার্ক।
২৫ বছর বয়সী ওই ইরাকিকে এ জন্য তিন মাসের জেল দেয়া হয়েছে। শর্ত জুড়ে দেয়া হয়েছে। বলা হয়েছে সে যদি অন্য কোন অপরাধ সংঘটিত করে থাকে তাহলে তাকে ইরাকে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসীরা ওই ম্যাগাজিন অফিসে হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে।