শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনী প্রস্তুতির আগে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করা জরুরি বলে জানিয়েছেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। তিনি বলেছেন, এটি না হলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুতে পারবে না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সর্বশেষ সমঝোতার যে আহবান জানিয়েছেন তা গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করা উচিত বলেও মত দেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিদ্যমান সংকটের সমাধান খুবই জরুরি। দেশের মানুষ সেই সমাধানের দিকে তাকিয়ে আছে। দুই ধরণের সম্ভাব্য সরকারের অধীনেই প্রস্তুতি নিচ্ছে বলে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের প্রস্তুতির ব্যাপার রয়েছে। প্রায় ৫ থেকে ৭ লাখ লোকবল নিয়োগ করা, ১২ লাখ আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যকে কাজে লাগানো। এতো বিশাল জনবলের উপর নির্বাচনকালীন সরকারের প্রভাব মুক্ত রাখার বিষয় রয়েছে। এ কারণে সমাধান যতো বিলম্ব হবে, সমস্যাও ততো জটিল হবে।
Leave a Reply