শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রোনাল্ড হারপার বিভিন্ন কোম্পানীকে কাজ পাইয়ে দেয়ায় উপহার অথবা পেমেন্ট হিসেবে এই অর্থ ঘুষ গ্রহন করেন। হারপারকে জুন ও আগস্ট মাসে দুনীর্তির মাধ্যমে দুইটি পেেেমন্ট করা অভিযোগে অভিযুক্ত করা হয়।
তিনি ঘুষ গ্রহন করতেন ক্রেডিট ও ডেভিড কার্ডের মাধ্যমে। ৬৪ বছর বয়সী ব্রিটিশ রাজপ্রাসাদের কর্মকর্তা রোনাল্ড হারপারকে ১শ হাজার পাউন্ড ঘুষ গ্রহনের অভিযোগে ৫ বছরের জেলদন্ড দিয়েছে আদালত।
তিনি ২০১২ সালে রাজপ্রাসাদ থেকে সাসপেন্ড হওয়ার আগপর্যন্ত সেন্ট জেমস প্যালেস, ক্ল্যারেন্স হাউস, উইন্ডসর কাসল দেখাশুনার দায়িত্বে ছিলেন ১৯৯৪ সাল থেকে।
সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট তার বহু মুখী চরিত্রে কথা শুনে। জজ নিকোলাস লোরেনি স্মিথ বলেন হার্পার ‘কঠোর পরিশ্রমী, অনুগত দলের খেলোয়াড় সহকর্মীদের কাছে খুবই বিশ্বস্ত থাকলেও তিনি অসাদু ও লোভী ছিলেন।
কেউ বিশ্বাস করতে পারেনি তিনি ব্যক্তিগত লাভের জন্য সিস্টেমেকে দুর্নীতিগ্রস্থ করবেন।
আদালত জানায় তিনি কমপক্ষে ৮৫ হাজার পাউন্ড ঘুষ গ্রহন করে মিলটন পাউয়ার সার্ভিস থেকে ২০০৬ সাল থেকে ২০১১ সালের মধ্যে বাকী ২০ হাজার পাউন্ড ঘুষ নেন বিএসআই নরাডেল থেকে ২০১১ সালে।