শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তান ও চীন সীমান্তে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাফালে যুদ্ধবিমান মোতায়েন করতে পারে ভারত। চীনে সরকারিভাবে পরিচালিত গ্লোবাল টাইমসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
ফ্যান্সের কাছ থেকে ভারত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনছে। শেনঝেং টেলিভিশনকে উদ্ধৃত করে এমন সব খবর প্রকাশ করেছে গ্লোবাল টাইমস।
বলা হয়েছে, ফ্রান্সে তৈরি নতুন এসব যুদ্ধবিমান পাকিস্তান ও চীনের সঙ্গে বিরোধপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করবে।
এছাড়া সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই) এক রিপোর্টে বলেছে, বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্রের আমদানিকারক হলো ভারত।
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা অস্থিতিশীলতা ও চীন থেকে প্রতিবেশীদের ওপর প্রভাব বিস্তারের কারণে প্রাথমিকভাবে এশিয়ায় অস্ত্রের বিক্রি বেড়েছে বলে মনে করা হয়।