শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৬

পাক-ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা

পাক-ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় তিন সপ্তাহের তীব্র উত্তেজনাকর পরিস্থিতির পর দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।

এতে দু’পক্ষই নিয়ন্ত্রণ রেখায় সৃষ্ট উত্তেজনা প্রশমন করতে সম্মত হয়েছেন। পাকিস্তানের জিও টিভিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া।

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানি নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়ার মধ্যে আলোচনা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

ওদিকে পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনাল অনুযায়ী, সারতাজ আজিজ বলেছেন নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার কথা বলেছেন দু’ কর্মকর্তাই।

তবে পাকিস্তান যখন নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা প্রশমন করতে চায় ভারত চায় তার বিপরীত। এর মাধ্যমে তারা কাশ্মিরের অসন্তোষ থেকে দৃষ্টি সরিয়ে দেয়ার চেষ্টা করে।

তিনি বলেন, কাশ্মির ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করতে চায় পাকিস্তান। কাশ্মির ইস্যুকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমিয়ে আনতে চায়।

ওদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় তিনি বিশ্বনেতাদের বলেছেন, দু’দেশের মধ্যে সীমান্তের এই উত্তেজনা অব্যাহত থাকবে।

সারতাজ আজিজ বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ পরিষ্কারভাবে বলেছেন যে, কাশ্মির ইস্যুর কোনো সমধান না হওয়া পর্যন্ত সীমান্তের এই উত্তেজনা থেকেই যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024