শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা পূণ:নির্বাচনের পর জেরেমি করবিন এবার তার শ্যাডো কেবিনেট গঠণের দিকে মনোনিবেশ করেছেন।
এবার কেবিনেটে তিনি নারী এবং এথনিক মাইনোরিটির সদস্যদের প্রাধান্য দিয়ে তার কেবিনেট গঠণ করছেন, যা গত বারের কেবিনেট গঠনের পর সমালোচিতও হয়েছিলেন করবিন।
এবারের শ্যাডো কেবিনেটে হোম সেক্রেটারির স্থান পেয়েছেন ডায়ান এবোট এমপি, ক্লাইভ লুইস শ্যাডো বিজনেস সেক্রেটারি, ক্যার স্টারমার শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন।
শামী চক্রবর্তী হয়েছেন শ্যাডো এটর্নী জেনারেল। এমিলি থর্নব্যারি শ্যাডো ফরেন সেক্রেটারি হিসেবে পূণ:দায়িত্ব পেয়েছেন।
এবারের এই পরিবর্তন ও নারী নেতৃত্বকে ফ্রন্ট লাইনে আনা সম্পর্কে লেবার দল বলেছে, এবারের লেবার দলীয় শ্যাডো কেবিনেট যেকো সময়ের চেয়ে সব চাইতে বেশী এথনিক মাইনোরিটি পূর্ণ ও বেশীরভাগ নারীদের নিয়ে শ্যাডো বা পূর্ণাঙ্গ কেবিনেট।
তবে সাবেক হুইপ রোজী উইন্টারটনকে হুইপ পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে লেবার দল জানিয়েছে।