Featuredবিনোদন

আসছেন পাওলী দাম

 

নবরুপে পর্দায় হিজির হচ্ছেন টালিডের হটগার্ল পাওলী দাম। স্নেহাশিষ চক্রবর্তীর নতুন ছবি ‘প্রমোশন’-এ পাওলী হাজির হচ্ছেন নতুনরুপে। তবে ছবিতে বেশকিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন তিনি। এতে পাওলি দামের বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।ছবিতে পাওলির চরিত্রের নাম গুঞ্জার। ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর। পাওলি ও ইন্দ্রনীল ছাড়াও ছবিতে আরো রয়েছেন, অভিষেক চট্টোপাধ্যায়, নবাগতা অনন্যা, শুভাশিষ মুখোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, পাওলি ২০০৭ সালে ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি ‘তুলকালামে’ অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। এ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি চলচ্চিত্রবোদ্ধাদের দারুণ প্রসংশা অর্জন করেছিলেন। এরপর তিনি প্রায় ২২টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রতিটি ছবিই ব্যাপক আলোচিত হয়েছে।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close