Featuredবিনোদন

আগে সন্তান পরে বিয়ে

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী নোভা মা হচ্ছেন। এমন খবরে চমকে উঠছেন সবাই। নোভা মা হচ্ছেন এই খবর লিখতে গিয়ে অনেকে আবার বিষ্ময় (!) চিহ্নও ব্যবহার করেছেন। ভাবছেন, একজন মেয়ে মা হবে প্রাকৃতিক নিয়মে আবার অবাক হওয়ার কি আছে? ঘটনা অন্য যায়গায়। যে মেয়ের বিয়েই হয়নি তার মা হওয়ার খবরে স্বভাবতই চমকে উঠার কথা। আর সেটাই ঘটেছে নোভার ক্ষেত্রে। আগামী জুলাই মাসে মা হতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী। চিকিৎসকরা তাকে তাই জানিয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আজ ১৪ জুন শুক্রবার! আগে এলো মা হওয়ার খবর আর তার পরই এলো এই বিয়ের খবর। এর আগেও একবার ভিডিও স্ক্যান্ডালের শিকার হন এই অভিনেত্রী।

তবে নোভা সাংবাদিকদের জানান, নির্মাতা রায়হানের সাথে তার বিয়ে হয়েছে ২০১১ সালে। নানা কারনেই বিয়ের বিষয়টি তারা গোপন রেখেছেন। কাউকে জানানো হয়নি। এখন আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তবে বিয়েটা খুব একটা জমকালো ভাবে নয়, পারিবারিক ভাবেই হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। আর এ কারণে নানা কানাঘুষাও চলছে এই অভিনেত্রীকে নিয়ে।

 

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close