Featuredবিনোদন

সালমানের বাড়ির পূজায় ক্যাট

বিনোদন ডেস্ক: বলিউডি অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান প্রতিবছরই গণেশ চতুর্থী উপলক্ষে নিজ বাড়িতে পূজার আয়োজন করে থাকেন। আর এ বছরের পূজায় মূর্তি বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

জি মিডিয়া ব্যুরো জানায়, দীর্ঘ ১১ বছর ধরে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সেলিম খান নিজে গণেশ পূজার আয়োজন করে থাকেন। তবে এ বছর ওই বাসায় কিছু কাজ চলার কারণে সালমানের বোন আলভিরাসের বাড়িতে পূজার আয়োজন করা হয়।
 ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর মূর্তি বিসর্জন অনুষ্ঠানে বলিউডি সেলিব্রেটিরাও আমন্ত্রিত ছিলেন। আর সেলিব্রেটিদের তালিকায় ছিলেন সালমানের সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি এবং ক্যাটরিনা কাইফ।

সালমানের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরও তার পরিবারের সঙ্গে সংগীতার যোগাযোগ ছিল। এদিকে রণবীরের সঙ্গে ক্যাটের প্রেমের গুজব ছড়িয়ে পড়লে সালমানের পরিবার থেকে কিছুটা দূরে সরে যান ক্যাট। আর তাই সালমানের বাড়ির পূজায় ক্যাটের উপস্থিতি সবাইকে অবাক করেছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

আরও দেখুন...

Close
ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close