Featuredবিনোদন

পর্নো সিনেমায় মাইলিকে বিশেষ প্রস্তাব

শী বিনোদন আন্তর্জাতিক ডেস্ক: পর্নো সিনেমা পরিচালনার জন্য ১০ লাখ ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে গায়িকা মাইলি সাইরাসকে। পর্নো মুভি নির্মাতা প্রতিষ্ঠান ‘গেইমলিঙ্ক’ সম্প্রতি মাইলিকে এই প্রস্তাব দেয়। তবে এ বিষয়ে মাইলি এখনও জনসম্মুখে কিছুই জানাননি।

প্রায়শই গণমাধ্যমে আলোচিত এবং সমালোচিত হচ্ছেন মাইলি সাইরাস। এমটিভি অ্যাওয়ার্ডসে অশ্লীল নাচের পর এবার নতুন মিউজিক ভিডিও রেকিং বল-এ নগ্ন অবস্থায় দেখা গেছে মাইলিকে।

 

টিএমজি জানিয়েছে, বুধবার ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মাইলিকে একটি চিঠি লিখে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। যেখানে তাকে ১০ লাখ ডলার সম্মানী দেওয়ার কথাও বলা হয়েছে। এর আগে একটি পর্নো মুভিতে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল মাইলিকে।

 

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close