Featuredদুনিয়া জুড়ে

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নাইজেরিয়ার পূর্বাঞ্চলে একটি গির্জায় রাতের প্রার্থনা শেষে বের হওয়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আত্নার প্রতি শ্রদ্ধা নিবেদনে ওই প্রার্থনা উৎসবে এক লাখের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে।

প্রদেশটির গর্ভণর পিটার অবি গির্জাতে গিয়েছিলেন পরে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি েএ ঘটনার সুষ্টু তদন্তেরও অঙ্গীকার করেন। দূর্ঘটনাস্থল হতে ১৭টি মরদেহ উদ্ধার করা হেয়ছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন গর্ভণরের মুখপাত্র মাইক উদা। দেশটির রাজধানী আবুজা থেকে ৩০০ কিলোমিটার দূরে আনামব্রায় শনিবার স্থানীয় সময় বোর ছয়টায় এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close