প্রবন্ধ নিবন্ধ
ভুলিনি তোমাদের
আলেক্স আলীম:
ভুলিনি তোমাদের
ভুলবো না কোনো দিন
দিয়েছো স্বদেশ
তোমাদের কাছে আছে
রক্তের ঋণ।
তোমরাতো ছিলে যত জ্ঞানী গুণী
দেশ ও দশের দিশা
তোমাদের মেরে হায়নার দল
ডেকে আনে অমানিশা।
জ্ঞানের প্রদীপ আলো কি কখনো
মৃত্যুতে হয় শেষ
তোমাদের ছূঁয়ে শপথ করেছি
স্বপ্নে রাঙ্গাবো দেশ।