Featuredরাজনীতি

আগামীকাল সকালে নতুন এমপিদের শপথ গ্রহণ

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আটটি আসনে নির্বাচন বাকি থাকায় এবং যশোরের দুই এমপির প্রার্থীতা চ্যালেঞ্জ হওয়ায় ২৯০টি আসনের গেজেট প্রকাশ হয়েছে আজ। সকালে সব প্রস্তুতি শেষে গেজেট বিজি প্রেসে পাঠানো হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে এমপিদের শপথ নেয়ার বিধান রয়েছে। আওয়ামী লীগ ও সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে আগামীকালই এমপিরা শপথ নেবেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভায় নগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও জানান, এমপিরা বৃহস্পতিবার শপথ নেবেন। নতুন এমপিদের শপথ নেয়ার পর থেকে নবম সংসদ এমনিতে ভেঙে যাবে বলে সরকারের আইনপরামর্শকরা জানিয়েছেন। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার রাত থেকে ইসির কর্মকর্তারা একটানা কাজ করে গেজেট প্রস্তুত করেন।

এরপর বুধবার সকালে তা প্রেসে পাঠানো হয়। যে আটটি আসনে ১৬ই জানুয়ারি নির্বাচন হবে তার গেজেট পরে প্রকাশিত হবে। এছাড়া যশোর-১ ও ২ আসনে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের প্রার্থীতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন নোটিস দেয়ায় ওই দুই আসনের ফলাফলের গেজেট প্রকাশ হচ্ছে না।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close