Featuredজাতীয়

পছন্দের নাম্বার কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংক

শীর্ষবিন্দু নিউজ: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকদের পছন্দের নাম্বার কেনার সুযোগ দিচ্ছে। গোল্ড এবং সিলভার এই দুই ধরণের স্পেশাল নাম্বার ক্যাটাগরিতে নাম্বারগুলো পাওয়া যাচ্ছে। বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পেশাল নাম্বার সংযোগ পেতে নিকটস্থ বাংলালিংক পয়েন্ট অথবা কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।

পছন্দের নাম্বারটি পাওয়া গেলে গ্রাহক তার ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযোগটি নিতে পারবেন। গোল্ড ক্যাটাগরির নাম্বারের জন্য গ্রাহককে ১ হাজার ৫০০ টাকা ও সিলভার ক্যাটাগরির নাম্বারের জন্য ৫০০ টাকাসহ নিয়মিত প্রিপেইড সংযোগ মূল্য ১৩৮ টাকা দিতে হবে। এসব নাম্বারে বর্তমান নতুন প্রিপেইড সংযোগের কল রেট, ফিচার এবং সুবিধাসমূহ একই থাকবে। অফারটি সীমিত সময়ের জন্য

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close