Americaযুক্তরাষ্ট্র জুড়ে

স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে ছিলেন বারাক ওবামা

স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক: স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থান। বুধবার টুইটারে অবিভক্ত যুক্তরাজ্যের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে কথা বলেছেন।

ওবামা বলেন, যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ভালো বন্ধু। সেই সঙ্গে অস্থিতিশীল পৃথিবীর জন্য তাদের নিরাপত্তা বাহিনীর অবদানও অনস্বীকার্য। আশা করছি, যুক্তরাজ্য শক্তিশালী, দীর্ঘজীবী ও অবিভক্ত থাকবে।  বৃহস্পতিবার স্কটল্যান্ডে স্বাধীনতার ইস্যুতে গণভোট শুরু হয়। ৩০০ বছর ধরে যুক্তরাজ্য স্কটল্যান্ডকে শাসন করে আসছে। স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে কার্যত কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে ব্রিটেন।

এর আগে স্কটল্যান্ডের ভোট নিয়ে গত জুনে ওবামা প্রথম কথা বলেন। জি-৭ সম্মেলনেও তিনি যুক্তরাজ্যের পক্ষে মন্তব্য করেন। কিছুদিন আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, স্কটল্যান্ডবাসী ভোট দিয়ে তাদের ভাগ্য নির্বাচন করবে। তবে পরে তিনি ঠিকই ওবামা সুরে সুর মেলান।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close