বলিউড
নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ টুগেদারে কারিশমা
বিনোদন ডেস্ক: সঞ্জয় কাপুরের সঙ্গে চলতি বছরেই বিচ্ছেদ হয়ে গিয়েছে কারিশমা কাপুরের। সেপারেশনের গোটা পর্বে কাপুর বাংলোতেই থাকতেন নায়িকা।
শোনা যাচ্ছে, এবার নাকি ছেলেমেয়েকে নিয়ে বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে থাকতে শুরু করবেন কারিশমা।
জানা গেছে, পেশায় মুম্বইয়ের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দীপ সম্প্রতি বান্দ্রায় একটি থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনেছেন।বি-টাউনের জল্পনা ওই অ্যাপার্টমেন্টেই ছেলেমেয়েকে নিয়ে চলে যাবেন কারিশমা।
এদিকে একটি সূত্রের খবর, সন্দীপের অন্য একটি সমস্যা রয়েছে। তার স্ত্রী আশ্রিতা কিছুতেই বিবাহবিচ্ছেদে রাজি নন।
তিনি মনে করেন, করিশমা কাপুরের জন্য তাকে ঠকিয়েছেন সন্দীপ। সে কারণেই সন্দীপ যেটা চান তিনি তাতে মোটেই রাজি নন।
বলিউডে গুঞ্জন, সন্দীপের বিবাহবিচ্ছেদ না হওয়া পর্যন্ত বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে আপাতত লিভ টুগেদার করবেন তারা। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কারিশমা বা সন্দীপ কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।