Americaযুক্তরাষ্ট্র জুড়ে

১৬০০% মুদ্রাস্ফীতির দেশে বেতন বাড়ছে ৫০ ভাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভেনিজুয়েলায় এ বছর মুদ্রাস্ফীতি দাঁড়াবে শতকরা ১৬০০ ভাগ। এ অবস্থা মোকাবিলা করতে দেশটির সর্বনি¤œ বেতন ও পেনশন শতকরা ৫০ ভাগ বাড়ানো হচ্ছে।

 বলেছেন, দেশের কর্মসংস্থান ও আয়ের পথকে সুরক্ষা করতে সহায়তা করতে এমন উদ্যোগ। তবে সমালোচকরা বলছেন, এতে পরিস্থিতির অবনতি ঘটবে। বিরোধীরা মাদুরোর সমালোচনা করছে।

তারা বলছে, তেল সমৃদ্ধ ভেনিজুয়েলার ক্ষয়প্রাপ্ত অর্থনীতির ভুল ব্যবস্থাপনা করছেন প্রেসিডেন্ট মাদুরো।

কিন্তু এসব সমালোচনায় কান দিচ্ছেন না তিনি। বলেছেন, মাসিক সর্বনি¤œ বেতন বাড়িয়ে ৪০ হাজার বলিভার (প্রায় ৬০ ডলার) নির্ধারণ করছেন। এক বছরের মধ্যে এটা হবে পঞ্চমবার বেতন বাড়ানোর ঘটনা। এমন উদ্যোগে সুবিধা পাবেন সরকারি কর্মীরা, সশস্ত্র বাহিনীর সদস্যরা ও পেনশনাররা।

উল্লেখ্য, বিশ্বে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ ভেনিজুয়েলায়। সেখানকার অর্থনীতিতে আঘাত এসেছে তেলের দাম পড়ে যাওয়ায়। কারণ, দেশটির সম্পদ তেল। তা রপ্তানি করে দেশের অর্থনীতিতে অর্থের যোগান দেয়া হয়। এরই মধ্যে মারাত্মক খাদ্য, ওষুধ ও মৌলিক পণ্যের সঙ্কটে পড়েছে দেশটি।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close