Americaযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্র কমাবে এইচ-১বি ভিসা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এইচ-১বি এবং এল১ ভিসা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প মনোনীত এটর্নি জেনারেল জেফ সেশনস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

এ বিষয়ে তিনি আইনপ্রণেতাদের আইন প্রণয়ের জন্য পদক্ষেপ নিতে বলবেন। যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল পদে তাকে মনোনয়ন নিয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্যদের শুনানিতে এমন কথা বলেছেন তিনি।

এতে সিনেটর জেফ সেশনস বলেছেন, আমরা পুরোপুরি একটি মুক্ত বিশ্বে এমনটা চিন্তা করা ভুল। বাইরের দেশের কোনো মানুষ যে কাজ কম বেতনে করতে চায় সে স্থানে মার্কিনিদের নিয়োগ দেয়া যেতে পারে।

সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান সিনেটর চার্লস গ্রাসলির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত আছে। আমাদের নাগরিকদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন। এ নিয়ে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানীত। এর আগে জেফ সেশনস ও চার্লস গ্রাসলি এইচ-১বি ভিসা ইস্যুতে একত্রে কাজ করেছেন।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close