Americaযুক্তরাষ্ট্র জুড়ে

শেষ বিকেলে ওবামা-মিশেল একসাথে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চাবি বদল হয়ে গেছে এরইমধ্যে। হোয়াইট হাউসে উঠেছে নতুন পরিবার।

এতদিনের প্রিয় বাসঘর ছেড়ে দিয়েছেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের জন্যে। ফার্স্টলেডি হিসেবে গত ৮ বছরে কতশত স্মৃতি তৈরি হয়েছে এই হোয়াইট হাউসে মিশেল ওবামার!

সেই হোয়াইট হাউসকে বিদায় জানিয়েছেন তিনি। তার আগে গত বুধবার হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে আবেগীয় একটি ছবি তুলেছেন মিশেল। সঙ্গে স্বামী বারাক ওবামা।

দু’জনে দু’জনকে পিছন থেকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরেছেন। তাকিয়ে আছেন সামনে সবুজ লনের দিকে। হোয়াইট হাউসকে বিদায় জানানোর অংশ হিসেবে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবেগীয় ধারাবাহিকতায় এমনই ছবি পোস্ট করেছেন মিশেল।

তাতে ফুটে উঠেছে অনেক কথা। গত বুধবার বিকেলে, প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের বেলকনিতে তাকে জড়িয়ে ধরে আছেন- এমন একটি ছবি পোস্ট করেন টুইটারে।

ছবিটিতে ক্যাপশন হিসেবে লিখেছেন, তোমার ফার্স্টলেডি হয়ে থাকাটা ছিল আমার জীবনকালের সর্বোচ্চ সম্মান। হৃদয়ের গভীর থেকে, তোমাকে ধন্যবাদ- এমও।

মিশেল তার দু’টি কুকুর বো এবং সানিকে নিয়ে হাঁটার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে লিখেছেন, জনগণের বাড়িতে শেষ হাঁটা।

১১ই জানুয়ারি এনবিসি আয়োজিত দি টুনাইট শো অনুষ্ঠানে হোয়াইট হাউজে কাটানো নিজের শেষ দিনগুলো নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা আমাদের জন্য আকস্মিকভাবে আবেগীয় মুহুর্ত।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close