Americaযুক্তরাষ্ট্র জুড়ে

শরণার্থী অনুপ্রবেশ বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতির নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আদেশ জারির পর সিরিয়া থেকে শরণার্থী অনুপ্রবেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইরাক, সিরিয়াসহ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যে কোনো শরণার্থীর অনুপ্রবেশ ৯০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে শরণার্থী নথিকরণ কার্যক্রম ১২০ দিনের জন্যও প্রত্যাহার করেছেন ট্রাম্প।

তবে ভবিষ্যতে সিরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বী ও অন্য সংখ্যালঘুদের শরণার্থীর মর্যাদা প্রদানে অগ্রাধিকার দেয়া হবে বলেও এক টিভি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান। মৌলবাদী ইসলামিক জঙ্গিদের যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ ঠেকাতেই ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করেন। পেন্টাগনে প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে আলোচনা শেষে ওই নির্বাহী আদেশে সই করেন তিনি।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close