Americaযুক্তরাষ্ট্র জুড়ে

উইকিলিকস সোর্স চেলসি ম্যানিং মুক্ত: ইনস্টাগ্রামে ছবি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোপনীয়তা-বিরোধী ওয়েবসাইট উইকিলিকসের আলোচিত সূত্র ও সাবেক মার্কিন সেনা চেলসি ম্যানিং মুক্তি পেয়েছেন। সামরিক কারাগার থেকে মুক্তির পর বৃহস্পতিবার তিনি নিজের প্রথম ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে।

ছবির ক্যাপশনে লিখেছেন, ওকে, এই তো আমি। সিএনএন’র খবরে বলা হয়, ২০১৩ সালে ২০ টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ম্যানিং। এর মধ্যে গুপ্তচরবৃত্তি আইনের লঙ্ঘণও রয়েছে। মূলত, উইকিলিকসের কাছে বিপুল পরিমাণ নথিপত্র ও ভিডিও প্রকাশের জন্যই তার বিরুদ্ধে এত অভিযোগ।

তবে তিনি শত্রুকে সহযোগিতা করার অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন। তবে সামরিক কারাগারে ৩৫ বছরের সাজা পেয়েছেন। তবে দণ্ডিত হওয়ার পর, ম্যানিং হিজড়া হিসেবে নিজেকে তুলে ধরেন। কারাগারে থাকা অবস্থায় তিনি হরমোন নেওয়া শুরু করেন। শেষ পর্যন্ত তিনি শুধুমাত্র পুরুষ ভর্তি কারাগারে একমাত্র নারী হয়ে কাটিয়েছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারিতে ম্যানিং-এর দণ্ড অনেকখানি রদ করেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতারোহণের পর বলেছেন, ম্যানিং একজন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক। তবে ওবামার ক্ষমার ফলে ম্যানিং ৭ বছর কারাগারে থেকে বুধবার মুক্তি পেলেন।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close