Americaযুক্তরাষ্ট্র জুড়ে

টাইম ম্যাগাজিনের ভুয়া প্রচ্ছদ সরাতে ট্রাম্পকে চিঠি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবের ডিসপ্লে থেকে তার ছবি সম্বলিত টাইম ম্যাগাজিনের ভুয়া প্রচ্ছদ সরিয়ে নিতে তাকে চিঠি পাঠিয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।

য়াশিংটন পোস্ট প্রথম জানিয়েছিল, ট্রাম্পের ছবি সম্বলিত টাইম ম্যাগাজিনের ওই ভুয়া প্রচ্ছদের একটি কপি ঝুলছে তার মালিকানাধীন ফ্লোরিডা মার-এ-লাগো গলফ ক্লাবে।

প্রচ্ছদটির শিরোনামে রয়েছে তার উপস্থাপিত রিয়েলিটি শো অ্যাপ্রেন্টিস সম্পর্কে তারই একটি উক্তি। প্রচ্ছদের একেবারে ওপরে বড় হাতের অক্ষরে লেখা: ট্রাম্প ইজ হিটিং অন অল ফ্রন্টস…ইভেন টিভি (সব জায়গায় ট্রাম্পের জয়জয়কার, এমনকি টিভিতেও)।

পরে জানা যায়, একই প্রচ্ছদ ট্রাম্পের মালিকানাধী চারটি গলফ ক্লাবেই ঝুলছে। এই প্রচ্ছদের তারিখ হিসেবে ২০০৯ সালের ১লা মার্চ উল্লেখ রয়েছে। কিন্তু টাইম ম্যাগাজিন কোনো ফরম্যাটেই এই প্রচ্ছদ ব্যবহার করেনি।

টাইমের একজন মুখপাত্র জানান, টাইম ম্যাগাজিনের ২০০৯ সালের মার্চ সংস্করণের প্রচ্ছদটি ছিল অভিনেত্রী কেট উইন্সলেটকে নিয়ে।

কেরি চাইকা নামে ওই মুখপাত্র বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি এটি টাইমের আসল প্রচ্ছদ নয়। ওয়াশিংটন পোস্ট জানায়, এই ভুয়া প্রচ্ছদটি সরিয়ে নিতে ট্রাম্পের ওই ক্লাবগুলোকে চিঠি পাঠিয়েছে টাইম।

Tags

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close