Featuredআরববিশ্ব জুড়ে

মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী মা ও দুই ছেলে নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তার দুই ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে। ইতালি থেকে তারা ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন।

ওমরাহ পালন শেষে মদিনা যাওয়ার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শুক্রবার রাতে  জেদ্দাস্থ কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে দূর্ঘনার খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের বড় ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)। দুর্ঘটনায় কামরুল ইসলাম নিলয় ও গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক। তারা কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close