Featuredশরীর স্বাস্থ্য

থাইরয়েড রোগ কখন ডাক্তার দেখাবেন

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন: থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত।

শিশুকালে হরমোনের ঘাটতি হলে শিশু আকারে ছোট শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। হরমোনের পরিমাণ বেড়ে গেলে শরীর কংকালসার হয়ে পড়ে। থাইরক্সিন হরমোনের প্রভাবে মস্তিষ্ক হার্টের কার্যকারিতা বেড়ে যায়

থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিযখন চিকিৎসার প্রয়োজন নেই : বয়ঃসন্ধির সময়, গর্ভাবস্থায়

কখন চিকিৎসা প্রয়োজন : থাইরয়েড হরমোনের ঘাটতি যা সাধারণত আয়োডিনের অভাব থেকে হয়। থাইরয়েড হরমোনে অতিরিক্ত নিঃসরণের ফলে গ্রন্থির আকার বৃদ্ধি পায়। থাইরয়েড গ্রন্থির টিউমার ক্যান্সার

হরমোন স্বল্পতার উপসর্গ : ঠাণ্ডা বেশি লাগা ওজন বেড়ে যাওয়া। খাবারে রুচি কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য। ঘুম ঘুম ভাব, স্মৃতিশক্তি লোপ পাওয়া। মেয়েদের মাসিকের সমস্যা হওয়া

হরমোন বেড়ে গেলে উপসর্গ : গরম সহ্য করতে না পারা ওজন কমে যাওয়া। ক্ষুধা বেড়ে যাওয়া ঘুম না হওয়া। বুক ধড়ফড় করা ঘাম হওয়া

হরমোন সমস্যা হলে সাধারণত ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। কখনও কখনও অপারেশনের প্রয়োজন হয়

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close