Featuredযুক্তরাষ্ট্র জুড়ে

যুক্তরাষ্ট্রে বোমা সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বোমা সাইক্লোনে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু এই তীব্র শৈত্য প্রবাহে উইসকনসিনে ছয়জন, টেক্সাসে চার, নর্থ ক্যারোলিনায় তিন, নিউ ইয়র্কে দুই, ভার্জিনিয়ায় দুই এবং নিউজার্সি, ওহাইয়ো, মিশিগান, মিজৌরি, নর্থ ডেকটা সাউথ ক্যারোলিনায় একজন করে মারা গেছে

দেশটির ফেডারেল প্রশাসন তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের শুক্রবার রাতের বুলেটিনে বলা হয়, শনি রোববারও ভার্জিনিয়া, ডেলাওয়্যার, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড এবং নিউ হ্যামশায়ার রাজ্যের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে নামবে

নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির স্কুলগুলোয় শুক্রবার ক্লাস শুরু হলেও উপস্থিতির হার ছিল ৫০ শতাংশেরও কম। তবে ফিলাডেলফিয়া, বস্টনসহ বেশ কটি বড় স্কুল ডিস্ট্রিক্টে শুক্রবারও বন্ধ ছিল স্কুল

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close