Featuredআরববিশ্ব জুড়ে

সৌদি আরবে সমকামী বিয়ের ভিডিও ভাইরাল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সিনেমা চালুসহ অনেক নতুন আইন চালু করেছেন।

কিন্তু এতসব নতুনত্বের আড়ালে এমন কিছু কর্মকান্ড ঘটেছে যা আগে অবিশ্বাস্য ছিল।

কিন্তু এখন তা ঘটছে। এরমধ্যে একটি হলো দুই সমকামীর প্রকাশ্যে বিয়ে। বিয়ের ছবি সৌদি আরবে প্রচারিত হয়েছে।

এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে ব্যাপক হৈচৈ শুরু হয়ে গিয়েছে। সৌদি আরবের ওয়েবসাইট আরপিফ্রন্ট.কম সমকামী বিয়ে সর্ম্পকে একটি প্রতিবেদন প্রকাশ করে। সূত্র: ডেইলি পাকিস্তান

প্রতিবেদন অনুযায়ী জনসম্মুখে আসা ভিডিওতে দেখা যায়, পুরুষ স্বামী সাদা পোশাক পরিহিত আর পুরুষ দুলহান কালো পোশাক পরিহিত। দুজন খুবই গুরুত্বের সাথে বিবাহ অনুষ্ঠানে চলাফেরা করছেন

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সৌদি নাগরিকরা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন। তারা এরজন্য যুবরাজ বিন সালমানকেই দায়ী করছেন।

সৌদি নাগরিকরা বলছেন, সালমানের অতি আধুনিকপ্রিয়তার কারণে ধরনের দু:সাহস করতে পেরেছে ওই দুই সমকামী যুবক

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close