AustraliaFeatured

ভেঙে ফেলা হয়েছে ক্যাপ্টেন কুক এর ভাস্কর্য

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কে বা কারা যেন ভেঙে ফেলেছে অস্ট্রেলিয়ার মেলবর্নে স্থাপিত ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এর ভাস্কর্যটি। গত বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সেই ভাস্কর্যের উপর নানা রংয়ের প্রলেপ লেগে থাকতে দেখা যায়।

একই সঙ্গে সেখানে একটি বার্তাও রেখে যায় দুষ্কৃতিকারীরা। লেখা ছিল, আমরা গণহত্যার ঘটনা স্মরণ করছি।
বৃটিশ উপনিবেশ স্থাপনের দিনকে স্মরণ করতেই মূলত উপমহাদেশটিতে প্রতি বছরের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দিবস পালন করা হয়ে থাকে। ১৭৮৮ সালের এই দিনে নিউ সাউথ ওয়েলস পোর্ট জ্যাকসনে ব্রিটিশদের প্রথম নৌবহর এসে পৌঁছায়। যার পেছনে ক্যাপ্টেন কুক ছিল প্রধান ভূমিকা।
মূলত ১৭৭০ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্ব উপকূলে ক্যাপ্টেন কুক জাহাজ এসে পৌঁছানোর পর থেকেই উপমহাদেশটি দখলে ষড়যন্ত্রে নামে ব্রিটিশরা।

অভিযোগ আছে, উপনিবেশ স্থাপনের স্বার্থে প্রচুর সংখ্যক আদিবাসী হত্যা করে ব্রিটিশ বাহিনী, দখল করে নেয়া হয় তাদের জমি।
ফলে অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে ক্যাপ্টেন কুক এর প্রতি প্রবল ঘৃণা রয়েছে।

দিবসটিকে ঘিরেও প্রতিবছরই দেশটির দুটি পক্ষ বিতর্কে জড়ায়। এদিকে অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে বলেন, ক্যাপ্টেন কুক এর ভাস্কর্য নষ্ট করায় নিন্দা জানাচ্ছি

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

ডিজাইন ও ডেভেলপমেন্ট করেছে সাইন সফট লিমিটেড
Close